শেড বোর্ড দিবস ২০২৫ – আন্তরিক শুভেচ্ছা

খ্রীষ্টে সকল প্রিয় ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা আজ তৃতীয় বারের মতো উদযাপন করছি শেড বোর্ড দিবস – ২০২৫ খ্রী.। এই বিশেষ দিনটি আমাদের সেবামূলক কার্যক্রম, সহযোগিতা এবং ভালোবাসার মিশনকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

📖 আমাদের মূল শ্লোক

✝️ “তোমরা যখন আমার এই ক্ষুদ্রতম ভাইদের মধ্যে একজনের প্রতি যা করেছ, তখন তোমরা আমারই প্রতি করেছ।”
মথি ২৫:৪০

🎉 দিবসের কার্যক্রম

আজ শেড বোর্ড সেন্ট্রাল অফিসে অনুষ্ঠিত উদযাপনে উপস্থিত ছিলেন:

  • শেড বোর্ড চেয়ারম্যান

  • বাংলাদেশ ব্যাপ্তিস্ট চার্চ সংঘের জেনারেল সেক্রেটারি

  • শেড বোর্ড ও বিবিসিএস কেন্দ্রীয় অফিসের সম্মানিত কর্মীবৃন্দ

  • বি এম ডি সি শিক্ষার্থীবৃন্দ

  • পার্টনার প্রতিষ্ঠান বিএমএস-এর প্রতিনিধিবৃন্দ

তাদের যৌথ উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় শেড বোর্ড দিবস ২০২৫

এছাড়াও শেড বোর্ড পরিচালিত সকল প্রকল্প এবং বিবিসিএস-এর বিভিন্ন চার্চেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বিশেষভাবে শেড বোর্ডের ব্যবস্থাপনা কমিটি, দাতা সংস্থা, সকলে পরিচালিত প্রকল্প, কর্মীবৃন্দ ও প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সম্মিলিত প্রার্থনা করা হয়।

🕊️ আলোচনা ও অনুপ্রেরণা

অনুষ্ঠানে শেড বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া তুলে ধরা হয় শেড বোর্ড প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য। এতে উপস্থিত সবাই নতুনভাবে প্রতিষ্ঠানটির সেবা-দর্শন ও মিশন সম্পর্কে অনুপ্রাণিত হন

বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের বিভিন্ন চার্চ থেকেও শেড বোর্ডের অগ্রগতি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

❤️ আসুন মানবতার পাশে দাঁড়াই

আসুন, খ্রীষ্টের প্রেমকে ধারণ করে আমরা সবাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করি।

🙏 সর্বশেষ, সবার উদ্দেশে বিনীত আহ্বান—
শেড বোর্ডের উন্নয়ন, অগ্রগতি ও ধারাবাহিক সেবার জন্য প্রার্থনা করবেন।

ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *